Terms And Conditions

SatotaBD – টার্মস অ্যান্ড কন্ডিশনস (Terms & Conditions)

ভার্সন: v1.0
কার্যকর তারিখ (Effective Date): 06 সেপ্টেম্বর 2025
প্রযোজ্যতা: SatotaBD এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহারকারী কাস্টমার, ভেন্ডর (Seller) এবং ডেলিভারি হিরো (Rider)-এর জন্য প্রযোজ্য।

দয়া করে এই শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন। SatotaBD ব্যবহার করলে ধরে নেওয়া হবে যে আপনি এই শর্তাবলীতে সম্মতি দিয়েছেন।


1) সংজ্ঞা (Definitions)

  • প্ল্যাটফর্ম/আমরা/আমাদের: SatotaBD (satotabd.com) এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ।

  • কাস্টমার/আপনি: প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্ডার দেন বা ব্রাউজ করেন এমন ব্যক্তি।

  • ভেন্ডর/সেলার: প্ল্যাটফর্মে স্টোর খুলে পণ্য/সেবা বিক্রি করেন এমন ব্যক্তি/প্রতিষ্ঠান।

  • ডেলিভারি হিরো/রাইডার: অর্ডারকৃত পণ্য কাস্টমারের নিকট পৌঁছে দেন।

  • সেবা এলাকা (Service Area): পঞ্চগড় পৌরসভার ভিতরে ফুড/গ্রোসারি/মেডিসিনের দ্রুত ডেলিভারি; ইলেকট্রনিক্স ও লাইফস্টাইল পণ্যের ক্ষেত্রে সারাদেশে কুরিয়ার/লজিস্টিক্স ডেলিভারি।


2) অ্যাকাউন্ট ও যোগ্যতা (Account & Eligibility)

  • কাস্টমার হিসেবে অ্যাকাউন্ট খোলার জন্য বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

  • নিবন্ধনের সময় সঠিক নাম, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী OTP যাচাই সম্পন্ন করতে হবে।

  • অ্যাকাউন্ট/পাসওয়ার্ডের গোপনীয়তা ব্যবহারকারীর নিজ দায়িত্ব; কোনো অননুমোদিত ব্যবহারের জন্য SatotaBD দায়ী নয়।


3) অর্ডার, এক্সেপ্টেন্স ও সাবস্টিটিউশন (Orders, Acceptance & Substitution)

  • প্ল্যাটফর্মে দেয়া অর্ডার ভেন্ডর/SatotaBD গ্রহণ (Accept) করার পরই নিশ্চিত ধরা হবে। স্টক, লোকেশন বা অন্যান্য কারণে অর্ডার বাতিল হতে পারে।

  • গ্রোসারি/ফুড/মেডিসিনে সমমান/ব্র্যান্ড সাবস্টিটিউশন প্রয়োজন হতে পারে; কাস্টমারের পূর্ব-অনুমতি (কল/মেসেজ) নেয়া হবে।

  • হট ফুড/ফ্রেশ আইটেমে সময়-সংবেদনশীল ডেলিভারি বিবেচনায় সামান্য ভ্যারিয়েশন হতে পারে।


4) মূল্য, অফার ও চার্জ (Pricing, Offers & Charges)

  • সকল মূল্য ভেন্ডর নির্ধারিত; প্রয়োজনে SatotaBD প্রমো কোড/ডিসকাউন্ট দিতে পারে।

  • ডেলিভারি চার্জ, প্যাকেজিং চার্জ, সার্ভিস ফি ইত্যাদি অর্ডার কনফার্মেশনে স্পষ্টভাবে দেখানো হবে।

  • ভুল প্রাইসিং/টাইপোগ্রাফিক্যাল ভুল হলে আমরা অর্ডার বাতিল/সংশোধনের অধিকার রাখি।


5) পেমেন্ট (Payment)

  • Cash on Delivery (COD) এবং/অথবা অনলাইন পেমেন্ট (কার্ড/মোবাইল ওয়ালেট/নেট ব্যাংকিং) – উপলব্ধতার ভিত্তিতে।

  • অনলাইন পেমেন্টে ব্যর্থ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ব্যাংক/পেমেন্ট গেটওয়ে নীতিমালা প্রযোজ্য।

  • চার্জব্যাক/বিতর্কের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য আমরা সংশ্লিষ্ট প্রদানকারীর নিকট প্রদান করতে পারি।


6) ডেলিভারি (Delivery)

  • পঞ্চগড় পৌরসভা: ফুড, গ্রোসারি, মেডিসিন – দ্রুত ডেলিভারি (অ্যাপ/ওয়েব অর্ডারের ETA অনুযায়ী)।

  • সারাদেশ: ইলেকট্রনিক্স/লাইফস্টাইল – কুরিয়ার/লজিস্টিক্সের স্ট্যান্ডার্ড SLA প্রযোজ্য।

  • ভুল ঠিকানা/ফোন বন্ধ/ডেলিভারির সময় গ্রাহক অনুপস্থিত থাকলে Reattempt/RTS (Return to Seller) নীতিমালা প্রযোজ্য হবে এবং অতিরিক্ত চার্জ হতে পারে।

  • পণ্যের ক্ষতি/হারানো – কুরিয়ার/ডেলিভারি প্রোভাইডারের দায়বদ্ধতা নীতিমালা অনুযায়ী সমাধান করা হবে; কাস্টমারকে প্যাকেট গ্রহণের সময় আনবক্সিং ভিডিও/ছবি সংগ্রহে উৎসাহিত করা হয়।


7) রিটার্ন, রিফান্ড ও ক্যানসেলেশন (Returns, Refunds & Cancellation)

  • ফুড/ফ্রেশ আইটেম: সাধারণত রিটার্নযোগ্য নয়। নষ্ট/ভুল আইটেম পেলে সাথে সাথে সাপোর্টে জানান; যাচাইসাপেক্ষে পার্শিয়াল/ফুল রিফান্ড বা রিপ্লেসমেন্ট হতে পারে।

  • গ্রোসারি: সিল ভাঙা হয়নি এমন নন-পেরিশেবল আইটেম ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে রিটার্নযোগ্য; ক্ষতিগ্রস্ত/ভুল আইটেম হলে প্রমাণ (ছবি/ভিডিও) প্রয়োজন।

  • মেডিসিন: প্রেসক্রিপশন-ওনলি ও টেম্পার-সেনসিটিভ পণ্য সাধারণত রিটার্নযোগ্য নয়; ভুল/মেয়াদোত্তীর্ণ প্রাপ্ত হলে সঙ্গে সঙ্গে জানান।

  • ইলেকট্রনিক্স/লাইফস্টাইল: ডেলিভারির ৭ দিনের মধ্যে DOA (Dead on Arrival) বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্টে রিপ্লেসমেন্ট/সার্ভিস সাপোর্ট; নির্মাতার ওয়ারেন্টি (যদি থাকে) প্রযোজ্য।

  • ক্যানসেলেশন: প্রস্তুতি শুরুর আগেই করলে ফি ছাড়া বাতিল হতে পারে; প্রস্তুতি/শিপমেন্ট শুরু হলে বাতিলে চার্জ প্রযোজ্য।

  • রিফান্ড একই পেমেন্ট চ্যানেলে প্রোসেস হবে; ব্যাংক/গেটওয়ের SLA অনুযায়ী সময় লাগতে পারে।


8) মেডিসিন ও স্বাস্থ্য-সম্পর্কিত নীতি (Medicine & Health Policy)

  • শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসি/ভেন্ডরের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হয়।

  • প্রেসক্রিপশন-ওনলি মেডিসিন এর ক্ষেত্রে বৈধ প্রেসক্রিপশন (ডাক্তারের) আপলোড/ভেরিফিকেশন অপরিহার্য।

  • নারকোটিক/সাইকোট্রপিক/নিষিদ্ধ ওষুধ বিক্রয় নিষিদ্ধ।

  • ওষুধের তথ্য/ডোজ শুধুমাত্র তথ্যমূলক; চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। স্বাস্থ্য সমস্যা হলে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।


9) ব্যবহার আচরণ ও নিষিদ্ধ কার্যকলাপ (Acceptable Use)

  • ভুয়া অর্ডার, স্প্যাম, রিভিউ ম্যানিপুলেশন, প্রতারণা, সিস্টেমে অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ।

  • আইনি ব্যবস্থার পাশাপাশি অ্যাকাউন্ট স্থগিত/বাতিল করা হতে পারে।


10) রেটিংস, রিভিউ ও কনটেন্ট (Ratings, Reviews & Content)

  • ব্যবহারকারীর দেয়া রিভিউ/কমেন্ট তার ব্যক্তিগত মতামত; তবে অপমানজনক/ভ্রান্ত/অশালীন কনটেন্ট অপসারণের অধিকার আমরা রাখি।

  • কনটেন্ট সাবমিট করলে আপনি SatotaBD-কে তা ব্যবহার/প্রদর্শনের জন্য অ-একচেটিয়া, রয়্যালটি-ফ্রি লাইসেন্স দেন।


11) ভেন্ডর (Seller) নীতি – সারসংক্ষেপ

  • ভেন্ডরকে বৈধ ট্রেড লাইসেন্স, TIN/VAT, প্রযোজ্য সেক্টর লাইসেন্স (যেমন ফার্মেসি) প্রদান ও আপডেট রাখতে হবে।

  • পণ্যের বর্ণনা, মূল্য, স্টক, ওয়ারেন্টি/রিটার্ন নীতি সঠিকভাবে প্রকাশ বাধ্যতামূলক।

  • নকল/নিষিদ্ধ/আইপি-ইনফ্রিঞ্জিং পণ্য বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ; প্রমাণিত হলে স্টোর সাসপেন্ড/জরিমানা/লিস্টিং অপসারণ করা হবে।

  • কমিশন, ফি, পেআউট শিডিউল ভেন্ডর অ্যাগ্রিমেন্ট অনুযায়ী হবে।


12) ডেলিভারি হিরো (Rider) নীতি – সারসংক্ষেপ

  • রাইডার সাধারণত স্বাধীন কন্ট্রাক্টর; বৈধ ড্রাইভিং লাইসেন্স/যানবাহন ডকুমেন্ট/সেফটি গিয়ার বজায় রাখা আবশ্যক।

  • অর্ডার হ্যান্ডলিং, ফুড সেফটি ও গ্রাহক আচরণবিধি মেনে চলতে হবে।

  • অর্থ লেনদেন (COD) স্বচ্ছভাবে অ্যাপ-রেকর্ড অনুযায়ী রিকনসাইল করতে হবে; লঙ্ঘনে শাস্তিমূলক ব্যবস্থা।


13) মেধাস্বত্ব (Intellectual Property)

  • প্ল্যাটফর্মের সকল কপিরাইট, ট্রেডমার্ক, লোগো ও সফটওয়্যার SatotaBD বা লাইসেন্সদাতার সম্পত্তি। অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


14) তৃতীয় পক্ষ সেবা (Third-Party Services)

  • পেমেন্ট গেটওয়ে, কুরিয়ার, ম্যাপ/লোকেশন ইত্যাদি তৃতীয় পক্ষের সেবা ব্যবহার হতে পারে; তাদের শর্তাবলী আলাদাভাবে প্রযোজ্য।


15) দায়বদ্ধতা সীমা (Limitation of Liability)

  • প্ল্যাটফর্ম "যেমন আছে" ভিত্তিতে প্রদান করা হয়; অনাকাঙ্ক্ষিত টেকনিক্যাল সমস্যা, ডেটা লস, অর্ডার বিলম্ব ইত্যাদির জন্য SatotaBD সীমিত দায় বহন করে।

  • কোন অবস্থাতেই পরোক্ষ/আনুষঙ্গিক ক্ষতির জন্য দায়ী নয়, আইনত যতটা পর্যন্ত অনুমোদিত।


16) ক্ষতিপূরণ (Indemnity)

  • আপনার কার্যকলাপ/লঙ্ঘনের ফলে কোনো দাবি/ক্ষতি হলে SatotaBD, তার অফিসার/কর্মী/পার্টনারদের ক্ষতিপূরণ দিতে আপনি সম্মত থাকবেন।


17) গোপনীয়তা (Privacy)

  • আপনার ব্যক্তিগত ডেটা Privacy Policy অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হয়। অনুগ্রহ করে আলাদা পলিসিটি পড়ুন।


18) স্থগিত, বাতিল ও পরিবর্তন (Suspension, Termination & Changes)

  • নীতিমালা লঙ্ঘন, প্রতারণা, আইনগত বাধ্যবাধকতা ইত্যাদির ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট/অ্যাক্সেস স্থগিত বা বাতিল করতে পারি।

  • আমরা যেকোনো সময় শর্তাবলী আপডেট করতে পারি; আপডেটের পর প্ল্যাটফর্ম ব্যবহার অব্যাহত রাখলে নতুন শর্ত প্রযোজ্য হবে।


19) আইন ও বিচারব্যবস্থা (Governing Law & Jurisdiction)

  • এই শর্তাবলী বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত।

  • বিরোধের ক্ষেত্রে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে; প্রয়োজন হলে বাংলাদেশের প্রযোজ্য আদালতে (পঞ্চগড় অধিক্ষেত্র) নিষ্পত্তি হবে।


20) যোগাযোগ (Contact)

  • ব্যবসার নাম: SatotaBD

  • রেজিস্টার্ড/চিঠিপত্রের ঠিকানা: ভাই ভাই প্লাজা, বানিয়া পট্টি রোড, পঞ্চগড়

  • ফোন: 01737934742

  • ইমেইল: support@satotabd.com